মাহমুদউল্লাহ বিভিন্ন ইনজুরিতে ভুগছিলেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাট ও বল করার সময় তিনি কোনো ব্যথা অনুভব করেননি।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন আমি ফিট। কালফ মাসল ব্যথা থেকে আমি সুস্থ হয়েছি। একই সাথে কাঁধেও আর ব্যথা নেই। আজ দীর্ঘ সময় ধরে ব্যাট করেছি। বলও করেছি। কোনো সমস্যা হয়নি।’
বিশ্বকাপে ভালো করতে পারেননি এ ডানহাতি অলরাউন্ডার। এছাড়া বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও হতাশ করেন তিনি।
নিয়মিত ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। সমালোচকরা তাকে জাতীয় দল থেকে বাদ দেয়ার কথাও বলেন। কিন্তু ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ।
তিনি বলেন, ‘সামনে আমাদের অনেকগুলো ম্যাচ রয়েছে। সেখানে ভালো করার ব্যাপারে আমি আশাবাদী।’
বাংলাদেশের পরবর্তী সিরিজ আফগানিস্তানের বিপক্ষে। একটি টেস্ট খেলবে দুদল। এরপর ঘরের মাঠেই জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে সাথে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি২০ সিরিজ।
আসন্ন সিরিজের ব্যাপারে মাহমুদউল্লাহ বিশ্বাস করেন যে যদি বাংলাদেশ তাদের শক্তি ও সামর্থ অনুযায়ী খেলতে পারে তাহলে অবশ্যই ফলাফল তাদের অনুকূলে আসবে।